সিটিজেন চার্টার
উপজেলা মৎস্য দপ্তর
জাজিরা, শরীয়তপুর।
উপজেলার কার্যাবলী সমূহ :-
(ক)মৎস্য ও চিংড়ি এবং উদ্দোক্তাদের উন্নত প্রযুক্তিভিত্তিক মাছ ও চিংড়ি চাষে পরামর্শ ও প্রশিক্ষন প্রদান।
(খ) মুক্ত জলাশয়ে ম স্য সম্পদ উন্নয়নের লক্ষে সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা এবং মৎস্য সংরক্ষন আইন বাস্তবায়ন।
(গ) মৎস্য ও চিংড়ি চাষ উন্নয়নের লক্ষে প্রকল্পের কারিগরি উপযোগিতা যাচাই ও প্রকল্প প্রস্তাব প্রনয়নে সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা ও মৎস্যচষীদের ঋন প্রাপ্তিতে সহায়তা প্রদান।
(ঘ) উন্নতজাতর পোনা মাছ ও চিংড়ি চাষের বিভিন্ন উপাদান উপকরন সংগ্রহ ও সরবরাহ সহযোগিতা প্রদান।
(ঙ) উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরন করা।
(চ) মৎস্য অধিতপ্তর কর্তৃক পরিচালিত উন্নতয়ন প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন।
(ছ) মৎস্য মান নিয়ণ্ত্রন ব্যবস্থাপনা কার্যকর করার লাক্ষে মাছ ও চিংড়ি চাষে অননুমোদিত দ্রব্যের ব্যবহার বন্ধে চাষীদের উদ্বুদ্ধকরন এবং সংরক্ষনের উৎস সনাক্তকরন ও হ্যাসাপ কার্যক্রম বাস্তবায়ন।
(জ) জনগনকে মাছ ও চিংড়ি অবতরন কেন্দ্র ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় উদ্বুদ্ধকরন।
(ঝ) জনগনকে উন্নত প্রযুক্তি ব্যবহারে মাছ চাষে উদ্বুদ্ধ করার নিমিত্তে নতুন প্রযুক্তি হাতে কলমে প্রদর্শনের লক্ষে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের সাহায্যে প্রদর্শনী মৎস্য খামার স্থাপন।
(ঞ)মৎস্য ও চিংড়ি চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সম্প্রসারন সামগ্রী চাষী/মৎস্য জীবীদের মধ্যে বিতরন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS